২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম ব্যাটারিচালিত রিকশা ও টমটম চলাচল বন্ধ করতে হবে সিলেট মহানগরীতে। এমন আল্টিমেটামের সময়সীমা আগামী ৭ অক্টোবর পর্যন্ত। নচেৎ ৮ অক্টোবর থেকে নগরীতে কোনো ধরনের পরিবহণ না চালানোর ঘোষণা দিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ ঐক্য পরিষদের সভাপতি মইনুল ইসলাম। এছাড়া বিক্ষোভ মিছিলের নাম করে আমাদের শ্রমিকদের উপর হামলা করে, সিএনজি চালিত অটোরিকশা সহ অন্যান্য যানবাহন ভাঙচুর করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ৭ অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার ও ব্যাটারিচালিত রিকশা- টমটম চলাচল বন্ধ না করলে সিলেটের রাজপথে কোনো যানবাহন চলবে না বলেও হুশিয়ারী দিয়েছেন সিলেট পরিবহন সেক্টরের প্রভাবশালী ওই নেতা। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় সিলেট কোর্ট...