আগামী ২৮ সেপ্টেম্বর রোববার সকালে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, যা ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হবে। দেবী দুর্গার মহামায়ার আগমনী বার্তা জানাতে হিন্দু ধর্মাবলম্বীরা ঘরে ঘরে উৎসবের প্রস্তুতি সম্পন্ন করেছেন, আর দিন যত ঘনিয়ে আসছে ততই ঢাকার অলিগলি ও বাজারে পূজার আমেজ উজ্জ্বল হয়ে উঠছে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারীবাজার এখন এক উৎসবের শহর—সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতার ভিড়ে সরগরম এলাকা। পূজামণ্ডপ সাজাতে দেবী দুর্গা ও তাঁর সন্তানদের পোশাক, অলংকার ও নানা সাজসজ্জার সামগ্রী কেনায় ব্যস্ত আছেন আয়োজকরা, আর নিজের ও পরিবারের জন্য নতুন শাঁখা, সিঁদুর, পোশাক ও অলংকার কেনায় ভিড় করছেন সাধারণ ক্রেতারাও। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, শাঁখারীবাজার রঙিন ও প্রাণবন্ত হয়ে উঠেছে। অলিগলির প্রতিটি দোকান, রাস্তার দুই পাশে সাজানো...