জনগণের ম্যান্ডেট পেলে জামায়াতে ইসলামী পাঁচ বছরে ‘উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করবে’ বলে দলের প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন দলের আমির শফিকুর রহমান। ‘ঘূণে ধরা বাংলাদেশকে’ তার দল ‘বদালাতে চায়’ মন্তব্য করে তিনি বলেন, “জনগণের সহযোগিতা পেলে এবং আল্লাহতালার আসমানি সহযোগিতা পেলে ইনশাল্লাহ এটা সম্ভব।” শনিবার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) আয়োজিত বার্ষিক অধিবেশন ২০২৫–এ প্রধান অতিথির বক্তব্য কথা বলছিলেন শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, পাঁচ বছরে উন্নয়নের ‘বুলেট ট্রেন’ আমরা চালু করতে পারব না, কিন্তু ইনশাল্লাহ ‘এক্সপ্রেস ট্রেন’ আমরা চালু করতে পারব। একসময়ে ‘বুলেট ট্রেন’ও চালু হবে ইনশাল্লাহ।” শফিকুর রহমান বলেন, সমাজের দায়িত্ববোধের চাইতে মর্যাদার লড়াইটা বেশি হবে। “আমি যদি দায়িত্ববোধের সাথে আমার দায়িত্বটা পালন করি মর্যাদার আমার পেছনে গোলামের...