এক সময় এই অঞ্চলের মাঠজুড়ে যে সোনালী ফসলের ঐতিহ্য বয়ে যেত, সেই ফসলের নামগুলো এখন কেবলই স্মৃতির ফ্রেমে বন্দি। উচ্চ ফলনশীল (উফশী) এবং হাইব্রিড ধানের আগ্রাসী দাপটে প্রতিযোগিতায় টিকতে না পেরে ঠাকুরগাঁওয়ের স্থানীয় ২৭টি আদি জাতের ঐতিহ্যবাহী ধান আজ বিলুপ্তির মুখে। মাল সারা, মাগুরশাল, সাপাহার, রাজু ভোগ, কালো নেনিয়া, সাদা নেনিয়া, সিন্দুর কটুয়া, ধোরা ভাদুই, চেঙ্গা, কাকুয়া, পারি যা, কাশিয়া বিন্নি, কল মিতাসহ আরও অনেক জাতের ধান এখন কৃষকের মাঠ থেকে হারিয়ে গেছে। আদি এই বীজগুলো ঠাঁই পেয়েছে মানব কল্যাণ পরিষদ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সংরক্ষণাগারে, যা কালের সাক্ষী হয়ে নিরবে জানান দিচ্ছে এক হারানো ঐতিহ্যের কথা। সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিল পাড়া গ্রামের সত্তোরোর্ধ্ব চাষী আবুল কালাম আজাদ আক্ষেপ করে বলেন, নতুন জাতের ধান চাষ করে ফলন ঠিকই...