শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পূজা মন্ডপে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রিফিং প্যারেডে পূজা মন্ডপে দায়িত্বরত সদস্যদের আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বক্তারা বলেন, দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যরা পুলিশের সহায়ক বাহিনী হিসেবে মাঠে কাজ করবে। পূজা মন্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাদের...