জাতীয় মানবাধিকার কমিশন ‘নখ-দন্তহীন’, সেখানে সব সময় ‘মেরুদণ্ডহীন’ মানুষকে বসানো হয় বলে অভিযোগ করেছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এর ওপর সূচনা বক্তব্য দেন দেবপ্রিয় ভট্টাচার্য। সূচনা বক্তব্যে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমাদের নখ-দন্তহীন মানবাধিকার কমিশন উপহার দেওয়া হয়েছে। যার দাঁতও নেই, কামড়ও দিতে পারে না। যার কোনো দক্ষতা নেই, যার কোনো কার্যকারিতা নেই। আরও পড়ুনরাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ অক্টোবরেঐক্য কমিশনের সঙ্গে দলগুলোর সৌহাদ্যপূর্ণ বৈঠক ‘ইতিহাসে বিরল’ তিনি আরও বলেন, এ রকম নখ-দন্তহীন কমিশনের মাথায় মেরুদণ্ডহীন ভালো মানুষকে বসিয়ে দেওয়াও যাবে না। মেরুদণ্ডহীন ভালো মানুষ কোনো দিন অন্য কারও জন্য তার মেরুদণ্ড...