লক্ষ্মীপুর: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এক বছর ধরে দেশে কোনো নির্বাচিত সরকার নেই। অন্তর্বর্তীকালীন সরকারের কারণে রাষ্ট্রযন্ত্র অচল হয়ে পড়েছে। এখন জনগণ অপেক্ষায় আছে নির্বাচনের, যে নির্বাচনের মাধ্যমে আবারও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নে মহিলা দল আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ্যানি বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদে কোনো নির্বাচিত প্রতিনিধি নেই। দেশে নির্বাচিত সরকারও নেই। যার কারণে ব্যাংক, আদালত, স্কুল-কলেজ থেকে শুরু করে সামাজিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য সবকিছুতে অচলাবস্থা বিরাজ করছে। মানুষ এখনো পারিবারিক কষ্টের মধ্যে দিনযাপন করছে।তিনি আরও বলেন, বিএনপি অতীতে ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করেছে। স্বাধীনতার পর জিয়াউর রহমান জনগণের পাশে দাঁড়িয়ে দলটি গড়ে তুলেছিলেন। আজও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে...