২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম গাজীপুরের টঙ্গীর ভয়াবহ কেমিক্যাল অগ্নিকাণ্ডে অগ্নিনির্বাপণের দায়িত্ব পালন করতে গিয়ে দগ্ধ হয়ে শহিদ হয়েছেন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো.খন্দকার জান্নাতুল নাঈম। আগুনের লেলিহান শিখায় নিজের জীবন উৎসর্গ করা এই অগ্নিবীরকে শেষবারের মতো কাঁদলেন তার সহকর্মী, স্বজন ও অসংখ্য মানুষ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। প্রাঙ্গণজুড়ে ছিল শোকের ছায়া, বুকভরা কান্না আর নিঃশব্দ প্রার্থনা। সহকর্মীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানান সেই মানুষটিকে, যিনি জীবন বাজি রেখে লড়েছিলেন আগুনের বিরুদ্ধে। জানাজার আগে শহিদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস...