ইসরায়েলি হামলায় তাদের তৎকালীন প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার এক বছর পূর্তিতে শনিবার তাকে স্মরণ করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের বাঙ্কার ভেদী বোমা হামলায় প্রাণ হারান নাসরুল্লাহ। ৩০ বছরেরও বেশি সময় ধরে হিজবুল্লাহকে নেতৃত্ব দেওয়া নাসরুল্লাহর মৃত্যুর পরপরই যুদ্ধ ছড়িয়ে পড়ে, যা গোষ্ঠীটির জন্য বড় আঘাত হয়ে দাঁড়ায়। নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে বিবেচিত হাশেম সাফিয়েদ্দিনকেও কয়েক সপ্তাহ পর হত্যা করা হয়। ডিসেম্বরের মধ্যেই হিজবুল্লাহর আঞ্চলিক মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন। এখন সংগঠনটির নিরস্ত্রীকরণের দাবি জোরালো হলেও হিজবুল্লাহ সেটি প্রত্যাখ্যান করেছে। ১৯৯২ সালে মাত্র ৩৫ বছর বয়সে সংগঠনের প্রধানের দায়িত্ব নেন নাসরুল্লাহ, তার পূর্বসূরি আব্বাস আল-মুসাভি ইসরায়েলের হেলিকপ্টার হামলায় নিহত হওয়ার পর। অগ্নিগর্ভ বক্তৃতার মধ্য দিয়ে তিনি দ্রুতই...