জানা যায়, রাজধানী ঢাকার অতি নিকটে বর্তমানে দেশের তৃতীয় বৃহত্তম শিল্প নগরী নরসিংদী পৌরসভাটি ১৯৭২ সালের ২০ জানুয়ারি ‘গ’ শ্রেণীর পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৭৮ সালের ১ জুলাই ’খ’ শ্রেণীর পৌরসভা হিসেবে উন্নীত হয়েছে। এর পর ১৯৮৪ সালে এই শহরটি নরসিংদী জেলার সদর হিসেবে পরিচিত লাভ করে। এতে শহরের সম্ভাবনার দ্বার উন্মোচিত হলে ১৯৯৬ সেলের ২৬ আগস্ট নরসিংদী পৌরসভা ‘ক’ শ্রেণীতে উন্নীত হয়। সমৃদ্ধ ঘটতে থাকে শিল্প সমৃদ্ধি নগরী হিসেবে। একদিকে জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ অন্যদিকে রাস্তা, ড্রেন,কালভার্ট, ব্রিজ অন্যদিকে আধুনিক বাস টার্মিনাল, পৌর শিশু পার্কসহ অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণের প্রয়োজন দেখা দেয়। স্থানীয়রা বলছেন, যাকে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি জেলার ৭১টি ইউনিয়ন পরিষদ সামলাবেন নাকি প্রথম শ্রেণির পৌরসভা সামলাবেন। চালকরা জানান, এসব রাস্তায় যানবাহন চালানো খুবই...