ঢাকা: ভারতের বিহার বিধানসভা নির্বাচন ঘিরে ফের আলোচনায় উঠল ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, কংগ্রেস ও আরজেডি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে, যা জনসংখ্যাগত সংকট ও নারীদের নিরাপত্তার জন্য হুমকি।এর জবাবে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি দাবি করেন, বিহারে কোনো বাংলাদেশি নেই। বরং দিল্লিতে বাংলাদেশ থেকে আসা মোদির ‘এক বোন’ রয়েছেন, তাকে বিহারে আনতে বলেই কটাক্ষ করেন তিনি।ওয়াইসির এই মন্তব্যে সরাসরি ইঙ্গিত ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে, যিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নিয়েছেন। ঢাকা: ভারতের বিহার বিধানসভা নির্বাচন ঘিরে ফের আলোচনায় উঠল ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, কংগ্রেস ও আরজেডি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে, যা জনসংখ্যাগত সংকট ও নারীদের নিরাপত্তার জন্য হুমকি।এর জবাবে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি দাবি করেন, বিহারে কোনো বাংলাদেশি নেই। বরং দিল্লিতে...