পাগল সচল সুজনের কথা ও সুরে এবং পূর্ণ মিলনের সংগীতে গাওয়া এই গানটি ইতোমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে। গানটির ভিডিও ধারণ করা হয়েছে গ্রামীণ জনপদে, যেখানে মাটির গানে ধরা দিয়েছে মাটির ঘ্রাণ। শেখ সোলায়মান বলেন, ‘অনেক দিনের ইচ্ছে ছিল নিজের একটি মৌলিক গান থাকবে। অবশেষে তা সম্ভব হলো। শ্রোতারা ভালোভাবে নিচ্ছেন, আমি গানটি নিয়ে আশাবাদী।’ শেখ সোলায়মান প্রথম আলোচনায় আসেন বাঁশিওয়ালা হিসেবে। তার বাঁশির সুরে মুগ্ধ হয়েছেন দেশ-বিদেশের বহু...