বন্ধ হয়ে যাওয়া নাসা গ্রুপের ১৬টি তৈরি পোশাক কারখানা দ্রুত চালু ও শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির হাজারো শ্রমিক। শনিবার সকাল থেকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের নিশ্চিতপুর এলাকায় কয়েক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নাসা গ্রুপের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নারী-পুরুষ শ্রমিক অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, নাসা গ্রুপ কোনো পূর্বঘোষণা ছাড়াই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করে হঠাৎ করে কারখানাগুলো বন্ধ করে দেয়। এতে প্রায় ২৫ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। তারা অভিযোগ করেন, “আমরা বছরের পর বছর শ্রম দিয়ে কারখানাকে লাভের মুখ দেখিয়েছি। অথচ আজ আমাদের বেতন না দিয়ে, কোনো কারণ না দেখিয়েই বসিয়ে দেওয়া হলো। এখন বাড়িভাড়া দিতে পারি না, ছেলেমেয়ের স্কুলের ফি বাকি, চিকিৎসার খরচ জোগাড় করতে পারছি না।” শ্রমিকদের দাবি,...