তিন মাসব্যাপী চলা ব্র্যাক ব্যাংকের রেমিট্যান্স ক্যাম্পেইন সফলভাবেশেষ হয়েছে। ক্যাম্পেইন শেষে চট্টগ্রামের একজন রেমিট্যান্স গ্রাহক প্রথম মেগা পুরস্কার হিসেবে জিতেছেন একটি নতুন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। প্রবাসী বাংলাদেশিদের তাঁদের কষ্টার্জিত অর্থ বৈধ ও নিরাপদ চ্যানেলে দেশে পাঠাতে উদ্বুদ্ধ করতেই ব্র্যাক ব্যাংক এই ক্যাম্পেইনটি চালু করে। এ ধরনের গ্রাহক-সম্পৃক্ততা উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক রেমিট্যান্স মার্কেটে নিজেদের নেতৃত্বস্থানীয় অবস্থান আরও সুদৃঢ় করাই ছিল এই ক্যাম্পেইনের লক্ষ্য। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান গ্র্যান্ড প্রাইজ বিজয়ী মোহাম্মদ নাসেরের হাতে নতুন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলটি হস্তান্তর করেন। মোহাম্মদ নাসের চট্টগ্রামের মুরাদপুর ব্রাঞ্চের একজন গ্রাহক, যিনি ক্যাম্পেইনের শীর্ষ রেমিটেন্স গ্রাহক হিসেবে পুরস্কারটি জিতেছেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেডঅব ট্রেজারি অ্যান্ডফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল...