মুকুট জেতার পরদিনই ব্যক্তিগত ভিডিও হওয়ার জেরে তা হারালেন থাইল্যান্ডের সুন্দরী। আয়োজকরা স্পষ্ট অশ্লীল ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়তে দেখার পর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মিস গ্রান্ড থাইল্যান্ড প্রতিযোগিতা কমিটি এক বিবৃতিতে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সুফানির কার্যক্রম প্রতিযোগিতার নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নিউ স্ট্রেইট টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সুফানি নয়ননথং গত ২০ সেপ্টেম্বর মিস গ্র্যান্ড প্রাচুয়াপ খিরি খান নির্বাচিত হয়েছিলেন। তিনি পরবর্তী ধাপে জাতীয় পর্যায়ের মিস গ্র্যান্ড থাইল্যান্ড ২০২৬ প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু তার জয়ের পরপরই আবিষ্কৃত ওই প্রাপ্তবয়স্ক কনটেন্টের কারণে তা আর সম্ভব হলো না। যুক্তরাজ্যের ডেইলি স্টার জানিয়েছে, ভিডিওগুলোর জন্য থাই সুন্দরী তিন বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। কারণ তাকে অনলাইনের ভিডিওতে নিজের পোশাক খুলতে দেখা গেছে। ঘটনার পর এখন পুলিশের তদন্তের মুখে পড়েছেন ২৭...