কিংডম অফ সৌদি আরবের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স সাউদিয়া এয়ারলাইন্স আনুষ্ঠানিকভাবে ঢাকায় তাদের নতুন অত্যাধুনিক সিটি টিকেটিং অফিসের উদ্বোধন করেছে। ১৩০, গুলশান এভিনিউ-এর সিম্পলট্রি আটালিকার ১৬তম তলায় অবস্থিত এই নতুন অফিসটি উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত কিংডম অফ সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাউদিয়া এয়ারলাইন্সের আন্তর্জাতিক অঞ্চলগুলির সহকারী ভাইস প্রেসিডেন্ট জনাব মুসায়েদ আলমূসায়েদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রদূত ড. আবিয়াহ সৌদি আরব এবং বাংলাদেশ—এই দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্কের ওপর আলোচনা করেন, যা অভিন্ন মূল্যবোধ ও বন্ধুত্বের মূলে প্রোথিত। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন বলেন, এই নতুন সুবিধাটি মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ আরও সুদৃঢ় করবে, ভ্রমণের সুবিধা বাড়াবে এবং...