সবঠিক থাকলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পষর্দের নির্বাচন। তফসিল অনুসারে শনিবার (২৭ সেপ্টেম্বর) ছিল পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়ন গ্রহণের দিন। যে কারণে সকাল থেকে মুখর শেরে-ই-বাংলা প্রাঙ্গন। এদিন বেশ কয়েকজন পরিচিত মুখ পরিচালক পদে নির্বাচনের জন্য ফর্ম সংগ্রহ করেছেন। তবে কঠিন লড়াইয়ের আভাস দিচ্ছে ‘সি’ ক্যাটাগরিতে। যেখানে একটি পদের জন্য লড়াই করবেন তিনজন হ্যাভিয়েট প্রার্থী। এদিন ‘সি’ ক্যাটাগরি থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল ও সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। এই তিনজনই বাংলাদেশ ক্রিকেটের খুবই পরিচিত মুখ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। তাই নির্বাচনে কে জিততে তা বলা কঠিন। ফলে ‘সি’ ক্যাটাগরিতে যে কঠিন লড়াই...