২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম নতুন মৌসুমের শুরুতে একের পর এক চোটের আঘাতে বার্সেলোনার অবস্থা আগে থেকেই জেরবার। এবার একসঙ্গে দুই ফুটবলারকে হারাল লা লিগা চ্যাম্পিয়নরা। কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন ইনফর্ম তারকা ফরোয়ার্ড রাফিনিয়া ও গোলরক্ষক হোয়ান গার্সিয়া। এই দুজনের চোটের খবর শুক্রবার বিবৃতিতে দিয়ে জানায় বার্সেলোনা। দুজনই চোট পান বৃহস্পতিবার লা লিগায় রিয়াল ওবিয়েদোর বিপক্ষে বার্সেলোনার ৩-১ গোলে জয়ের ম্যাচে। হ্যামস্ট্রিংয়ের জোটে ভোগা রাফিনিয়াকে মাঠের বাইরে থাকতে হবে প্রায় তিন সপ্তাহ। বাঁ হাটুতে অস্ত্রোপচার হতে যাওয়া গার্সিয়া মাঠের বাইরে থাকবেন প্রায় চার থেকে ছয় সপ্তাহ। গার্সিয়ার অনুপস্থিতিতে গোলপোস্টের দায়িত্ব সামলাবেন হয়তো ভয়চেক স্ট্যান্সনি। গত জুনে এস্পানিওল থেকে বার্সেলোনায় যোগ দিয়ে এই মৌসুমের দলের সব ম্যাচে খেলেছেন গার্সিয়া। চোটের কারণে আগে থেকে...