বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নিয়ে পাড়া-মহল্লায় প্রচারণায় নেমেছেন কেন্দ্রীয় যুবলদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। নিজের নির্বাচনি এলাকায় নিয়মিতভাবে এই প্রচারণা শুরু করেছেন। প্রচারণাকালে মাহবুবুর রহমান বলেন, জনগণের আস্থা ও ভোট পেলে আমি জনগণের কল্যাণে কাজ করতে চাই। তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সেটি বাস্তবায়ন করতে পারলে দেশে সুশাসন, আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে রয়েছে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশনের পূর্ণ স্বাধীনতা, কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, নারী-তরুণদের ক্ষমতায়ন, গ্রাম-শহরের সমন্বিত উন্নয়ন এবং দরিদ্র জনগোষ্ঠীর আবাসন...