ঢাকার সরকারি ৭ কলেজকে নিয়ে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির হাইব্রিড পদ্ধতিকে প্রত্যাখ্যান করে অক্সফোর্ড মডেলের বিশ্ববিদ্যালয় চেয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা কলেজ ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পিয়াস আলী। এ সময় শিক্ষার্থীদের পক্ষে তানভীর আহমেদ, এস এম জোবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খসড়াকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। তবে মন্ত্রণালয় থেকে চাপিয়ে দেওয়া অগণতান্ত্রিক ও অংশগ্রহণবিহীন সিদ্ধান্ত হাইব্রিড (স্কুলিং) পদ্ধতিকে আমরা ঘৃণাভরে ও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। ঢাকার সরকারি সাতটি কলেজের স্বাতন্ত্র্য রক্ষা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আজ আমাদের এই সংবাদ সম্মেলন। বাংলাদেশের উচ্চশিক্ষাকে যুগোপযোগী ও বিকেন্দ্রীভূত করার লক্ষ্য নিয়ে ঢাকার সরকারি সাতটি কলেজকে একত্রিত করে কলেজগুলোর স্বাতন্ত্র্য বজায় রেখে এবং শিক্ষার গুণগত মান...