ভেনেজুয়েলার ভেতরে মাদক পাচারকারীদের বিরুদ্ধে হামলার জন্য ‘বিকল্প প্রস্তুতি’ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশটির সীমান্তের ভেতরে এই হামলা শুরু হতে পারে। এখন শুধু অপেক্ষা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন। শনিবার পরিকল্পনার সঙ্গে পরিচিত দুই মার্কিন কর্মকর্তা ও আলোচনার সঙ্গে সম্পৃক্ত আরও দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, পরিকল্পনাগুলো নিয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি তাদের ছিল না। ভেনেজুয়েলার ভেতরে হামলা চালানো হলে তা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযান এবং ভেনেজুয়েলার সরকারের প্রতি তাদের অবস্থানের আরও এক তীব্রতা বৃদ্ধি পাবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা লাতিন আমেরিকার দেশটির উপকূলে মাদক বহনকারী অন্তত তিনটি নৌকা ডুবিয়ে দিয়েছে। এতে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো...