নতুন মৌসুমের শুরুতে ভোগান্তিতে্যে পড়া আতলেতিকো মাদ্রিদকে লড়তে হচ্ছে ব্যস্ত সূচির চ্যালেঞ্জের সঙ্গেও। ১০ দিনের মধ্যে খেলতে হচ্ছে চার ম্যাচ, এর শেষটায় অপেক্ষা করছে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ রেয়াল মাদ্রিদ। তবে স্বল্প বিশ্রামকে অজুহাত হিসেবে দেখাচ্ছেন না আর্জেন্টাইন কোচ। দিয়েগো সিমেওনে বলেছেন, নিজেদের নিংড়ে দিয়ে মাদ্রিদ ডার্বির জন্য প্রস্তুত থাকবে তার খেলোয়াড়রা। বাংলাদেশ সময় শনিবার রাত সোয়া আটটায় লা লিগায় শুরু হবে মাদ্রিদের দুই ক্লাবের লড়াই। রেয়ালের চেয়ে এই ম্যাচের জন্য একদিন কম বিশ্রাম পেয়েছে আতলেতিকো। গত মঙ্গলবার সবশেষ মাঠে নেমেছে শাবি আলোন্সোর দল, খেলেছে লেভান্তের বিপক্ষে। পরদিন রায়ো ভাইয়েকানোর বিপক্ষে খেলেছে আতলেতিকো। তবে শুক্রবার সংবাদ সম্মলেনে কোনো অজুহাদ না দেখিয়ে নিজেদের উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন সিমেওনে। “আমরা স্রেফ ম্যাচটির জন্য প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছি এবং ৯ (আসলে ১০) দিনের মধ্যে...