প্রতি বছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। থাকে ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য। এবারের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নে পর্যটন’। এর মূল লক্ষ্য হলো পর্যটনকে বিকশিত করে পরিবেশ, সমাজ ও অর্থনীতি সমানভাবে উপকৃত করা। বাংলাদেশের প্রেক্ষপটে এ প্রতিপাদ্য বিশেষ তাৎপর্য বহন করে। কারণ আমাদের পর্যটন শিল্প এখনো প্রধানত শহর, পাহাড়, হাওর ও সমুদ্রসৈকত। অথচ গ্রামীণ ও উপকূলীয় জনপদগুলোয় রয়েছে পর্যটনের অফুরন্ত সম্ভাবনা। যদি তা টেকসইভাবে কাজে লাগনো যায়, তবে প্রান্তিক মানুষের জীবনমান উন্নত হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, দারিদ্র্য কমবে। পাশাপাশি গ্রামবাংলার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষিত থাকবে। শক্তিশালী হবে আমাদের দেশের অর্থনীতি। গ্রামীণ সৌন্দর্যে পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দক্ষিণ উপকূলের প্রাণকেন্দ্র কুয়াকাটা এ সম্ভবনার উজ্জ্বল উদাহরণ হতে পারে। সাধারণভাবে কুয়াকাটা পরিচিত সমুদ্রসৈকতের জন্য। কিন্তু এর আশপাশের গ্রামীণ জনপদে রয়েছে...