দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি। নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার মেয়ে দীনা ইউনূস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: পিআইডি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কে বিভিন্ন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম নিজামী গাঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টারের কর্মকর্তারা বৈঠক করেন। ছবি: পিআইডি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ছবি: পিআইডি ঢাকায় পান্থপথে পানি ভবনে বিশ্ব নদী দিবস ২০২৫ উদ্যাপন ও মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি...