চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ে অ্যাডভেঞ্চারে গিয়ে হারিয়ে যাওয়া সাত শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ডাকভাঙা পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাঁশখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির সাত শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়। তারা হলো-আবরার উদ্দীন ইশরাক (১১), মাহাতাফ মঞ্জুর চৌধুরী (১১), কৃতশিক দাশ স্বপ্নীল (১২), মোহাম্মদ জিনান (১১), মোহাম্মদ বিন মাহমুদ (১১), আকতার (১২) ও মো. সাইদ (১২)। তারা বাড়ি না ফেরায় অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পুলিশে খবর দেন। পরে চট্টগ্রামের পুলিশ সুপারের নির্দেশে বাঁশখালী থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তল্লাশি অভিযান শুরু করে। ফুটেজে দেখা যায়, শিশুরা মিয়ার বাজার থেকে ইজিবাইকে উত্তর দিকে যায়। এরপর আর দেখা না যাওয়ায়...