বগলের কালো দাগ নিয়ে চিন্তিত? চিন্তার কারণ নেই। কিছু উপাদান রয়েছে যেগুলো ব্যবহার বগলের কালো দাগ সহজেই দূর হবে। জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশ করা হয়েছে এই বিষয়ে একটি প্রতিবেদন। বেকিং সোডার মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটরিয়াল উপাদান। এটি বগলের কালো দাগ দূর করতে সহায়ক। বেকিং সোডার মধ্যে পানি মিশিয়ে পেস্ট করে বোগলে মাখতে পারেন। নারকেল তেলের সাথে বেকিং সোডা মিশিয়ে বগলে মাখতে পারেন। কালো দাগ দূর করার পাশাপাশি এটি গন্ধও কমাবে। লেবুর রস বগলের কালো দাগ কমাতে সহায়ক। তাই এটিও ব্যবহার করতে পারেন। টমেটোর মধ্যে রয়েছে ব্লিচিং উপাদান। নিয়মিত এটি বগলে ঘষলে ভালো ফল পাওয়া যায়। ডাল বেটে এর মধ্যে দই দিন। বোগলের মধ্যে এটি...