গাম্বিয়ান পা ওমর বাবুর করলেন জোড়া গোল। তাতেই বিবর্ণ চ্যাম্পিয়ন মোহামেডান। বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিক ফর্টিস এফসি'র কাছে ২-০ গোলে হেরে শুরু হলো সাদা-কালোদের বাংলাদেশ ফুটবল লিগ শিরোপা ধরে রাখার অভিযান। গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে শুরুটা ভালো হয়নি বসুন্ধরা কিংসেরও। শুরুতে দুই গোলে এগিয়ে গেলেও পাঁচবারের শিরোপাধারীদের পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য করেছে দীর্ঘ দিন পর শীর্ষ লিগে ফেলা পিডব্লিউডি। ম্যাচটা শেষ হয়েছে ২-২ গোলে। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে স্বাগতিক ব্রাদার্স ইউনিয়নকে ১-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। এই তিন ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ফুটবল লিগের প্রথম রাউন্ডের খেলা। জাতীয় দলের এশিয়ান কাপ বাছাই পর্ব ও বসুন্ধরা কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগের খেলার জন্য বড়সড় বিরতিতে যাচ্ছে লিগ। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্থ ছিল গোলশূণ্য। গত লিগের শিরোপাজয়ী...