বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নিতে জাতীয় দলের নির্বাচক পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আব্দুর রাজ্জাক রাজ। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচনে অংশ নিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দেশ রুপান্তরকে জানান দেশের এই তারকা বাঁহাতি স্পিনার। বিসিবিতে তিনি তার পদত্যাগপত্রও জমা দিয়েছেন। আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচন। এরই মধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন সাবেক অধিনায়ক ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই নির্বাচনের সবচেয়ে আলোচিত প্রার্থী তামিম ইকবালের পক্ষে মনোনয়ন ফর্ম তুলেছেন তার প্রতিনিধি মিনহাজ উদ্দিন খান। এছাড়া রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তামিম, বিসিবির আম্পায়ার্স ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ, দেবব্রত পালরাও গ্রহণ...