রাজধানীতে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বগুড়া থিয়েটার পরিবার ঢাকার আয়োজনে ঢাকার পরিবাগে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত স্মৃতির হাত ধরে বগুড়া থিয়েটারের আলোয় স্লোগানে ‘নাট্য সূত্রে বাঁধা’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগঠনের পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রথমে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। এরপর সম্প্রতি বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনের প্রয়াত বগুড়ার প্রবীণ রূপসজ্জাকর আইয়ূব উদ্দীন, সাংস্কৃতিক পৃষ্ঠপোষক রেজাউল বারী ঈসা ও লালন সংগীত শিল্পী ফরিদা পারভীন এর স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপর উপস্থিত অতিথিরা সাজু আহমেদ ও মাহমুদুল হাসান মিথেন সম্পাদিত ভাঁজপত্র’র মোড়ক উন্মোচন করেন।শুভেচ্ছা কথনে সংগঠনের পক্ষ থেকে সদস্য সচিব ফজলুল হক সাকী স্বাগত বক্তব্য রাখেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের...