মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সনাতন পার্টি-বিএসপি।দলের উদ্যোগে বিভিন্ন জেলায় বস্ত্র বিতরণের অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা গ্রামের ঋষিপাড়া মন্দিরে দরিদ্র ৩০টি পরিবারের মাঝে বস্ত্র হিসেবে শাড়ি বিতরণ করা হয়।বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টির ধর্মীয় উপদেষ্টা প্রণবানন্দ মহারাজ, দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়, দলের ঢাকা জেলা শাখার শ্যামল দাস, অজিত দাস, বাংলাদেশ সনাতন ছাত্র পার্টির আহ্বায়ক জয় চক্রবর্তী, সনাতন পার্টি সিরাজদিখান উপজেলার আহ্বায়ক শ্রীনাথ দাসসহ মরিচা গ্রামের ঋষি পঞ্চায়েতের গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় বাংলাদেশ সনাতন পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঋষিপাড়া মন্দিরে গীতা স্কুল খোলার প্রতিশ্রুতি দেওয়া হয়।রাজধানীতে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার অভিষেক অনুষ্ঠিত দলের উদ্যোগে বিভিন্ন জেলায় বস্ত্র বিতরণের অংশ হিসেবে শুক্রবার...