বিনোদন ডেস্কঃআলোচিত মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। সম্প্রতি সাংবাদিকদের তিনি সোজাসাপটা কিছু কথা বলে নিজের মধ্যে থাকা ক্ষোভ উগরে দিয়েছেন। বিশ্বমানের বেশ কিছু সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে এনেছিলেন পিয়া। এখন আর কোনো সুন্দরী প্রতিযোগিতায় তাকে দেখা যায় না। তবে সাম্প্রতিক সময়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২৫’ প্রতিযোগিতার চূড়ান্ত আসরে উপস্থিত হয়ে বিজয়ীর মুকুট পরিয়ে দেন পিয়া। এ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিয়া বলেন, আমার যে মেধা, পড়াশোনা করেছি সেটার প্রতিফলন ঘটাব না? আমি আজীবন বিউটি প্রেজেন্টে যাব, আজীবন হাঁটব, আমি এত বোকা মেয়ে মানুষ না।’ সাংবাদিকদের উদ্দেশে পিয়া জান্নাতুল ক্ষোভ জানিয়ে বলেন, ‘আপনারা যে কাউকে মডেল বানিয়ে দেন। আমি ১৭-১৮ বছর ধরে মডেলিং করছি। আমি জিমে যাই, সেখানে কী কাপড় পরব, তা আমাকে চিন্তা...