‘ক্রীড়া হোক মাদকের প্রধান প্রতিবন্ধকতা, ফুটবল হোক যুব প্রাণের সেরা উপলক্ষ্য’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে ফুটবল ফেস্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। যেখানে খেলাধুলার উচ্ছ্বাসের সঙ্গে মাদকবিরোধী বার্তাও সমানভাবে ছড়ায়।বাংলাদেশ খ্রিস্টান যুব অ্যাসোসিয়েশন (বিসিজেএ) এর উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠান হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১২টি ফুটবল দল অংশ নেয় এই আসরে।অংশগ্রহণকারী দলগুলো হলো- গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু), পাগাড় মিশন স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ খ্রিস্টান যুব অ্যাসোসিয়েশন (ভাসানিয়া শাখা), সাধু আগস্টিন সংঘ (মঠবাড়ী ধর্মপল্লী), বাংলাদেশ খ্রিস্টান যুব অ্যাসোসিয়েশন (তুমিলিয়া শাখা), ফাওকাল খ্রিস্টান একতা যুব সংঘ, জিরো ডিএফসি, চড়াখোলা খ্রিস্টান অগ্রযাত্রা সংঘ (কেন্দ্রীয় যুব সংগঠন), দড়িপাড়া ধর্মপল্লী, গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ), চড়াখোলা খ্রিস্টান অগ্রযাত্রা সংঘ (কেন্দ্রীয় যুব সংগঠন) এইচপি এবং নাগরী ধর্মপল্লী।দিনব্যাপী আয়োজনে ছিল খেলার...