মো. ইমরান আলীকে সভাপতি এবং মামুন শাহরিয়ারকে সাধারণ সম্পাদক করে ৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানী ঢাকায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ক্যাফেটেরিয়ায় ৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভাটি সশরীরে এবং জুম লিংকের মাধ্যমে অনলাইনে একযোগে অনুষ্ঠিত হয়। সভায় সশরীরে ৩১ জন এবং অনলাইনে ৩৭ জনসহ মোট ৬৮ জন সদস্য অংশ নেন।আলোচনা ও মতামতের সংখ্যাগরিষ্ঠ ভোট শেষে সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।প্রধান সিদ্ধান্তগুলো হলো :১. ফোরামের একটি এডহক/অন্তর্বর্তী কমিটি গঠন করা হবে। এর মেয়াদ আগামী ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। এ সময়ের মধ্যে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে স্থায়ী কমিটি গঠনের ব্যবস্থা করা হবে। জরুরি পরিস্থিতিতে এডহক কমিটির মেয়াদ সর্বোচ্চ দুই মাস পর্যন্ত বাড়ানো...