গ্যাং অফ ফোরের চারজনের পরামর্শে শেখ হাসিনা সকল অপকর্ম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান কামাল এই চারজন সকল হত্যাকাণ্ডের পরামর্শ দিয়েছেন। এছাড়াও শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী আন্দোলনের সময় পরামর্শ দিয়েছিলেন আন্দোলন দমাতে কিছু লোককে হত্যা করলে সব ঠিক হয়ে যাবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতা দোলনকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা প্রদান শেষে রিজভী এসব কথা বলেন। গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কয়েকদিন যাবত দেখতে পেয়েছেন মেয়র তাপসসহ গ্যাং অব ফোরের এসব অপকর্মকারীদের সাথে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হয়েছে। সেখানে কীভাবে হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এসব ফোনালাপে উঠে এসেছে...