রাশিয়ার সোচিতে ‘ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড’ এর এবারের আসরে স্বর্ণপদকসহ একাধিক পদক জিতেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। বাংলাদেশ দলের হয়ে যশোরের পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. মখদুম আমিন ফাহিম স্বর্ণপদক অর্জন করেছে। ঢাকার হিড ইন্টারন্যাশনাল স্কুলের এ লেভেল শিক্ষার্থী সপ্তর্ষি রহমান ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রাদিত রাইয়ান জিতেছেন রৌপ্য পদক। ব্রোঞ্জ পদক এসেছে রাজশাহী কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. জুবায়ের হোসেন জিসানের হাতে। খুলনার সাউথ হেরাল্ড ইংলিশ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সায়ন্তন রায় পেয়েছে সম্মানসূচক স্বীকৃতি। শনিবার সোচির সিরিয়াস কনফারেন্স সেন্টারে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সনদপত্র ও পদক তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটির চেয়ারম্যান মশহুরুল আমিন। সমাপনী আয়োজনে রুশ শিক্ষাবিদ অধ্যাপক ড. ওলেগ মালাকভসহ শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এতে উপস্থিত...