বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কক্সবাজারে র্যালি বের করা হয়। দেশের প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের সুগন্ধা থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালির নেতৃত্ব দেন সদ্য দায়িত্ব নেওয়া জেলা প্রশাসক আব্দুল মান্নান। এতে সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, পর্যটন খাতের ব্যবসায়ী ও কর্মী, স্কুল শিক্ষার্থীসহ হাজারো জনসাধারণ অংশ নেন।আরো পড়ুন:পর্যটকেরা ১ অক্টোবর থেকে কেওক্রাডং যেতে পারবেনকক্সবাজার সৈকতে বন্ধ হচ্ছে লাইফগার্ড সেবা, বাড়ছে প্রাণহানির শঙ্কা কক্সবাজার সৈকতে বন্ধ হচ্ছে লাইফগার্ড সেবা, বাড়ছে প্রাণহানির শঙ্কা র্যালিতে শোভা পায় ঘোড়ার গাড়ি, ব্যান্ড দল ও ট্যুরিস্ট পুলিশের সুসজ্জিত মোটর বাইক। এছাড়া রঙিন টি-শার্টে হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতি, কক্সবাজার সার্ফিং...