ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে আইসিএসবি-এর সেক্রেটারী ইন চার্জ জনাব মো. শামিবুর রহমান এফসিএস উপস্থিত সকল সদস্যদের স্বাগত জানান। ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জনাব এম. নাসিমুল হাই এফসিএস সভায় সভাপতিত্ব করেন এবং তিনি ২০২৪ সালের কাউন্সিল রিপোর্ট উপস্থাপন করেন। তাঁর বক্তৃতায় প্রেসিডেন্ট আইসিএসবি-এর ধারাবাহিক কার্যক্রম, অর্জন এবং সাফল্য তুলে ধরেন।এর মধ্যে উল্লেখযোগ্য হলো: ১১তম কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স জাতীয় পুরস্কার ২০২৩ অর্জন। চার্টার্ড সেক্রেটারী পেশা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার এবং কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) প্রোগ্রাম আয়োজন। নতুন ওয়েবসাইট উন্মোচন এবং এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি)-এর বাস্তবায়ন। আফতাবনগরে জমির মামলার রায় আইসিএসবি-এর অনুকূলে প্রাপ্তি। তিনি ইনস্টিটিউটের উন্নয়নের লক্ষ্যে মূল্যবান পরামর্শ ও সার্বিক সহযোগিতার জন্য...