সুরিয়াকুমার ইয়াদাভ ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন গত বছরের জুলাইয়ে। রোহিত শর্মার অবসরের পর সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক হয়ে নিজের ব্যাটিং ফর্মটাই হারিয়ে ফেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এশিয়া কাপে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ বলে মাত্র ১২ রানের ইনিংস খেলেছেন সুরিয়াকুমার। চলমান এশিয়া কাপে ভারত ফাইনালে জায়গা করে নিলেও ৬ ম্যাচে তাদের অধিনায়কের ব্যাট থেকে এসেছে মাত্র ৭১ রান, স্ট্রাইক রেট ১০০ –এর কিছুটা ওপরে। শুধু এশিয়া কাপেই যে অফ ফর্মে আছেন সুরিয়াকুমার তা নয়। এশিয়া কাপের আগে থেকেই ছন্দহীন এই ডানহাতি। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে ৫ ম্যাচের মধ্যে মাত্র ২৮ রান করেছেন, যার মধ্যে দুটি শূন্য, অন্য এক ম্যাচে ২ রানের ইনিংস ছিল। ২০২৪ সালে ভারতের বিশ্বকাপ জয়ের পর সুরিয়াকুমার অধিনায়ক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২১ ম্যাচে ১৯.৩৫ গড়ে মাত্র...