সেন্ট মার্টিন কখনো বন্ধ ছিল না, তবে পর্যটক নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার দুপুরে নদী দিবস উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সেন্ট মার্টিন শুধু ব্যবসায়ীদের নয়, এটা সবার। কয়েকজন হোটেল ও জাহাজ মালিকের কাছে এ দ্বীপটিকে দেওয়া হবে না।’ এসময় পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘সিলেটে সাদাপাথারের যে তাণ্ডব, তা শুরু হয়েছে ২০০৬ সালে। সিলেটে সাদা পাথর চুরির বিষয়ে সম্মিলিত প্রতিবাদের কারণে চুরির রাজনৈতিক ঐক্য ভেঙে...