নেপালের আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন দেশটির জেন-জি আন্দোলনের নেতা সুদান গুরুং। তিনি জানান, ইতোমধ্যে দেশব্যাপী সমর্থকদের নিয়ে ‘পরিবর্তনের আন্দোলন’ গড়ে তোলার কাজ চলছে। গত সরকারগুলোর সমালোচনা করে গুরুং বলেন, তারা আমাদের রাজনীতিতে নামিয়েছে। এ সময় তিনি ক্ষমতাচ্যুত রাজনীতিকদের স্বার্থপর ও দুর্নীতিবাজ বলে উল্লেখ করেন। সুদান গুরুং বলেন, তারা যদি এই ধরনের রাজনীতিই চায়, তাহলে আমরা পরবর্তী নির্বাচনে লড়ব এবং পিছপা হব না। দেশ পরিচালনার জন্য তার দলের প্রস্তুতি সম্পন্ন বলে মন্তব্য করেন এই নেতা। তার দল দেশজুড়ে ইতিমধ্যে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে কমিটি গঠন শুরু করেছে। তিনি দাবি করেন, তার দল নেপালের সকল মানুষের কথা শোনার জন্য কাজ করছে। তিনি জানান, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং একটি রাজনৈতিক দল গঠন করেই নির্বাচনে অংশ নেবেন। কারণ হিসেবে গুরুং বলেন, স্বতন্ত্র...