জরাজীর্ণ মাটির ঘরে কষ্টে দিন কাটছে বিধবা ফিরোজা বেগমের। টিউবওয়েল-শৌচাগার নেই, বয়স্ক ভাতাও পান না। নেই খাবারের নিশ্চয়তাও। জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকাই যেন বোঝা! চলৎশক্তিহীন ফিরোজা বেগম টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া পূর্বপাড়া গ্রামের মৃত আবু তালেব মিয়ার স্ত্রী। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সরেজমিন বৃদ্ধার বাড়ি গিয়ে দেখা যায় তার যাপিত জীবনের এক করুণ চিত্র। ৭৩ বছর বয়সী ফিরোজা বেগমের জীবন যেন কষ্টের শোকগাথা। জরাজীর্ণ মাটির ঘরে দুঃসহ দিন কাটছে। নেই টিউবওয়েল, নেই শৌচাগার, নেই বয়স্ক ভাতার সুবিধা। এমনকি তিন বেলা খাবারেরও নিশ্চয়তা নেই তার জীবনে। ফিরোজা বেগমের ঘরটির অবস্থা একেবারেই নাজুক। চারপাশের মাটির বেড়া হেলে পড়েছে, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। চালে মরিচাধরা পুরনো টিন, যেখানে অসংখ্য ছিদ্র ও ফাটল দিয়ে বৃষ্টির পানি ঘরে ঢুকে পড়ে। রাতে...