রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের একমাত্র আবাসিক হল শহীদ শামসুল আলম ছাত্রাবাসে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে একটি আধুনিক পানির ফিল্টার স্থাপন করেছে ছাত্রশিবির। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই ফিল্টার স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক বায়জিদ মাহমুদ, কবি নজরুল কলেজ ছাত্র শিবিরের সভাপতি হাসিব বিন হাসান, সেক্রেটারি আরিফুর রহমান প্রমুখ। এ বিষয়ে কবি নজরুল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইসলামিক ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. মোজাহিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছিলাম। আমাদের ছোট্ট একটা পানির ফিল্টার থাকলেও তার অবস্থা খারাপ, প্রায় সব সময় নষ্ট থাকে। ছাত্রশিবিরের উদ্যোগে আজ একটি পানির ফিল্টার স্থাপন করা হলো। তাদের এমন কাজকে আমরা সাধুবাদ জানাই।’ এই...