ঢাকা: ভারতের আলোচিত পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে গ্রেফতারের পর লাদাখে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকেই লেহসহ লাদাখের বিভিন্ন এলাকায় কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি আধাসামরিক বাহিনীর সদস্যরাও টহল দেয় এবং তল্লাশি চালায়।এর আগে, শুক্রবার গ্রেফতার করা হয় সোনাম ওয়াংচুককে, যিনি লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে অনশন করছিলেন। লাদাখে এই দাবিতে ‘জেন-জিরা’ নামে আন্দোলন চলছে, যা শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের আদলে সংগঠিত। গত বুধবারের সহিংসতায় চারজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়।এরপর থেকেই ওয়াংচুককে দায়ী করছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দাবি, ওয়াংচুকের উসকানিমূলক বক্তব্যের কারণেই সহিংস হয়ে ওঠে আন্দোলনকারীরা।ভারত সরকারের শাসনের বিরুদ্ধে গত তিনবছর ধরেই অসন্তোষ বাড়ছে লাদাখে। ২০১৯ সালে ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা...