পর্যটন সম্ভাবনার অন্যতম জনপদ সুনামগঞ্জ। সীমান্তবর্তী এ জেলায় অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। হাওড়, নদী, পাহাড়ের সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন এখানে। মোহাম্মদ জাফর ইকবাল, সুনামগঞ্জ (হাওড়) থেকে ফিরে :পর্যটন সম্ভাবনার অন্যতম জনপদ সুনামগঞ্জ। সীমান্তবর্তী এ জেলায় অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। হাওড়, নদী, পাহাড়ের সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন এখানে। হাওড়ের পাশাপাশি ভ্রমণ পিপাসুদের জন্য জেলাজুড়ে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। যেগুলো ঘুরে মুগ্ধতায় মনভরে, নয়ন জুড়ায় পর্যটকদের। এর বাইরে মরমি সাধক হাসন রাজা, বৈষ্ণব কবি রাধারমণ দত্ত, বাউলসম্রাট শাহ আবদুল করিমসহ অসংখ্য বাউল-কবিদের আবাসভূমি এই জেলায়। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এসব মনিষীদের সহজিয়া জীবন, মনমজানো গানও মানুষকে টানে সুনামগঞ্জে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সহায়তা পেলে এই সুনামগঞ্জ দেশের অন্যতম পর্যটন স্পটে পরিণত হতে পারে। সূত্র মতে, ভৌগোলিক দিক থেকে হাওড় দেশের অন্যান্য...