২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম ইরানের উপর জাতিসংঘের আরোপ করা যে অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা এক দশক আগে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তির পরে তুলে নেওয়া হয়েছিল, সেটি পুনরায় আরোপ করতে যাচ্ছে। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দেওয়ার পর এই প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে তারা ইরানের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে। এর ফলে একটি প্রক্রিয়া শুরু হয়েছে, যার মাধ্যমে ইরানকে ৩০ দিনের সময় দিয়েছে নিষেধাজ্ঞা এড়াতে একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার জন্য। আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো পুনরায় আরোপের এই উদ্যোগকে "অন্যায্য, অবিচারপূর্ণ এবং অবৈধ" বলে নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই পদক্ষেপ ছয় মাসের জন্য বিলম্বিত করার জন্য চীন ও রাশিয়ার উদ্যোগে শেষ মুহূর্তে একটি...