আরশি নামের একটি ছোট্ট মেয়ে। সে জাঙ্ক ফুড খেতে খুব ভালোবাসত। তার প্রিয় খাবার ছিল চিপস, চকোলেট, বার্গার, পিজ্জা আর কোল্ড ড্রিংকস। তার মা তাকে সব সময় বলতেন, “আরশি, এসব খাবার স্বাস্থ্যকর নয়। আরশি নামের একটি ছোট্ট মেয়ে। সে জাঙ্ক ফুড খেতে খুব ভালোবাসত। তার প্রিয় খাবার ছিল চিপস, চকোলেট, বার্গার, পিজ্জা আর কোল্ড ড্রিংকস। তার মা তাকে সব সময় বলতেন, “আরশি, এসব খাবার স্বাস্থ্যকর নয়। তুমি বেশি করে ফল আর সবজি খাও।” আরশি মায়ের কথা শুনতো না। সে মনে মনে ভাবতো, ফল আর সবজি খেতে একদম ভালো লাগবে না। তাই এগুলো কখনও খাওয়া যাবে না। এদিকে জাঙ্ক ফুড খাওয়ার কারণে আরশির শরীরটা কেমন যেন অলস হয়ে থাকতো। সে প্রায়ই অসুস্থ হয়ে পড়তো আর তার পড়াশোনায় মন বসতো না। একদিন...