বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জোর করে চাপিয়ে দেওয়ার চর্চা চলছে। এই চর্চার মাধ্যমে ক্ষতি বেশি হচ্ছে কি না তা আমাদের বিবেচনা করতে হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, জাতিকে কি আমরা কনফিউজ করছি, প্রতিনিয়ত জাতির মধ্যে কি আমরা বিভেদ সৃষ্টি করছি, কোনো কারণ ছাড়া? খুবই পরিষ্কার কথা, প্রত্যেক দলের চিন্তা-ভাবনা ও দর্শন ভবিষ্যৎ রূপরেখা থাকবে। আপনি নিয়ে যান আগামী নির্বাচনে জনগণের কাছে, আপনি ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন, পাস করেন। শনিবার (২৭ সেপেম্বর) সংস্কার নির্বাচন: প্রেক্ষিত জাতীয় ঐক্য শীর্ষক এক সেমিনারে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রশ্ন তোলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়াম এ সেমিনারের আয়োজন করা হয়। এতে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাক চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান,...