পর্যটকদের জন্য একটি কোড অব কন্ডাক্ট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। শেখ বশিরউদ্দীন বলেন, পর্যটন মন্ত্রণালয় ইতোমধ্যে পর্যটকদের জন্য কোড অব কন্ডাক্ট তৈরি করেছে, যেখানে সংশ্লিষ্ট সব অংশীজনকে সম্পৃক্ত করা হয়েছে। এর মাধ্যমে নিরাপদ, সুষ্ঠু ও আনন্দময় ভ্রমণ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন,পর্যটনের লক্ষ্য কেবল অর্থনৈতিক সমৃদ্ধি নয়, বরং নির্মলতা, নিরাপত্তা, পারিবারিক আনন্দ ও সামগ্রিকতার অনুভূতি ছড়িয়ে দেওয়া। একসঙ্গে ভ্রমণ পরিবার, সমাজ ও রাষ্ট্রে সম্প্রীতি বাড়ায় এবং জীবনকে নতুনভাবে রূপান্তরিত করে। বিমান উপদেষ্টা জানান, জাতীয় পর্যটন মহাপরিকল্পনায় নির্মল পরিবেশ, পারিবারিক আবহ এবং নিরাপদ ভ্রমণের প্রতিফলন ঘটবে। অনুষ্ঠানের আগে সকালে তিনি বর্ণাঢ্য র্যালির...