যেসব দেশ অভ্যুত্থানের পর গণতন্ত্রের পথে না গিয়ে বিতর্ক লম্বা করেছে সেসব দেশের করুণ পরিণতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশকেও সেই পথে নেওয়া হচ্ছে। রাজধানীর ইস্কাটনে বিআইআইএসএস অডিটোরিয়ামে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ (ডিডিবি) আয়োজিত ‘সংস্কার ও নির্বাচন: প্রেক্ষিত জাতীয় ঐক্য’ শীর্ষক এক আলোচনায় এসব কথা বলেন আমীর খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অভ্যুত্থানের পর যে সব দেশ দ্রুত গণতন্ত্রে ফিরে গেছে তারা ভালো অবস্থায় আছে। ১৪ মাস ধরে দেশ একটি প্রতিনিধিত্বহীন অবস্থা পার করছে এবং নির্বাচন নিয়ে বিতর্ক চলছে।’ আমীর খসরু আরও বলেন, ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে যদি ঐক্যমত্য না হয় তাহলে সে চ্যাপ্টার ক্লোজ করা দরকার। ঐক্যমত্য কমিশনে ঐক্যমত হওয়া মানে...