দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পুত্র ও বিগত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বিদেশযাত্রায় বিমানবন্দরে বাধার মুখে পড়ার বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।বিষয়গুলো আগামীকাল (রোববার) জানা যাবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সোহেল তাজ গণমাধ্যমকে এ কথা জানান। গত ২৪ সেপ্টেম্বর রাতে কাতার এয়ারওয়েজে করে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল সোহেল তাজের। এজন্য তিনি বিমানবন্দরেও গিয়েছিলেন। কিন্তু তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। কেন আটকে দেওয়া হয়েছে বিমানবন্দরে, এমন প্রশ্নের জবাবে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়গুলো আগামীকাল জানা যাবে। আমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, আগামীকাল জেনে তারপর এ বিষয়ে জানাতে পারবো। ’ সোহেল তাজ বলেন, ‘আমি রেগুলার (নিয়মিত) যাই, গত ২০ বছরে প্রতিবার অন্তত ২/৩ বার গিয়েছি। এ বছরের...